ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাবারের সন্ধানে লোকালয়ে হরিণ, বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

ভোলার লালমোহনে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। হরিণটির ওজন প্রায় ২৫ কেজি। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চাতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার হয়।

আরও পড়ুন: সুন্দরবনে হরিণ শিকারের ৩৩৭ ফাঁদ জব্দ

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, খাবার ও মিঠা পানির সন্ধানে হরিণটি পথ হারিয়ে লোকালয়ে প্রবেশ করে। ওই এলাকায় আসার পর স্থানীয়দের দেখতে পেয়ে হরিণটি পুকুরে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা হরিণটি পুকুর থেকে উদ্ধার করে বন বিভাগে খবর দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে বন বিভাগ হরিণটি উদ্ধার করে। সেটি তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের চর উরলের ম্যানগ্রোভ বনে অবমুক্ত করা হয়।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম