ফসলি জমিতে পুকুর খনন, জরিমানা ৫০ হাজার টাকা
ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হক।
দণ্ডপ্রাপ্ত নান্নু মৃধা (৪৫) ডাঙ্গী নগরকান্দা গ্রামের আব্দুর রশিদ মৃধার ছেলে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মঈনুল হক জাগো নিউজকে বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রি ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/এসআর/এএসএম