ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৭:০২ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন আর আহত নারীসহ অন্তত ১৪ জন।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামের মাস্টারেরহাট এলাকায় এ সংঘর্ষ ঘটে। নিহত খাদেম ওই এলাকার মৃত খটু মামুদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাস্টারেরহাট এলাকার খাদেম মিয়া তার ভোগদখল করা জমিতে ধান রোপণ করার জন্য গেলে একই এলাকার নূরনবীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

এতে আহত হন- ইয়াকুব (৩০), এরশাদ (২৮), হোসেন আলী (৬৫), ইসমাইল (৩৭), নূরনবী (৭০), আব্দুল জলিল(৪৩), আব্দুল খলিল (৪২), শফিকুল (৩৫), জসিম (২৩), সাহিদা বেগম (৬০), খোতেজা (৬০), হাফসা (২৬), খাদেম আলী (৭০), মেহের আলী (৪২) ও আবু সুফিয়ান (২৮)। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য খাদেম, মেহের ও সুফিয়ানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে খাদেম মারা যান।

মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন: ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জাগো নিউজকে বলেন, রংপুর মেডিকেলে একজন নিহত হওয়ার বিষয়টি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এসজে/এমএস