ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘোড়াঘাটে ৩০ বাড়িতে আগুন

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে দুজন নিহতের ঘটনায় ৩০ বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। পরে গাইবান্ধার পলাশবাড়ী ও ঘোড়াঘাট থানার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকার প্রতিটি বাড়িতে আগুন জ্বলছে। পুরো গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন। কোনো বাড়িতে পুরুষ মানুষ নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত।

স্থানীয়রা জানান, নিহত দুজনের মরদেহ দুপুরের দিকে দাফন করা হয়েছে। এর কিছুক্ষণ পর কিছু স্থানীয় যুবক সংঘবদ্ধভাবে আগুন ধরিয়ে দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের জোহরা বেগম বলেন, ‘দুই যুবকের মরদেহ দাফন করার পর এলাকার বেশকিছু ছেলে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে আসে। একপর্যায়ে পেট্রল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে থাকা গরু-ছাগলসহ অন্যান্য জিনিস লুটও করে নিয়ে গেছে তারা।’

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন আমরা বাড়িতে ছিলাম না। জমি নিয়ে অন্য লোকদের সঙ্গে এ ঘটনা। আমাদের কোনো দোষ নেই।’

জরিনা বেগম নামের আরেক নারী বলেন, ‘আমার স্বামী মসজিদের মোয়াজ্জিন। বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। একটি লাল গরু, দুটি ছাগল লুট করে নিয়ে গেছে। রাতে থাকবো কোথায় জানি না।’

ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কতটি ঘর পুড়ে গেছে এখনই তা বলা যাচ্ছে না। সংখ্যাটি একটু বেশি হতে পারে।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হন। আহত হন অন্তত চারজন। পৌর শহরের খোদাদপুর চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাঈল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৩)।

মাহাবুর রহমান/এসআর/জিকেএস