ঝিনাইদহে শাবকসহ মেছো বাঘ আটক
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে একটি মেছো বাঘ ও শাবক আটক করেছেন গ্রামবাসী।
রোববার (২২ জানুয়ারি) রাতে ফাঁদ পেতে প্রাণী দুটিকে আটক করা হয়। মেছো বাঘ ও শাবকটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর মাঠের পাশে অপরিচিত প্রাণীর ডাকাডাকির শব্দ শোনা যাচ্ছিল। রোববার দুপুরে সোলাইমান মোল্লার বাড়ির পাশের খড়ির ঘরে একটি মেছো বাঘের শাবক পাওয়া যায়। পরে কেউ যেন প্রাণীটির ক্ষতি করতে না পারে সেজন্য নিরাপদে এটি তার বাড়িতেই রাখা হয়।
আরও পড়ুন: লোকালয়ে এসে বৃদ্ধকে কামড়, চিতাবাঘ পিটিয়ে হত্যা
সোলাইমান মোল্লা বলেন, ‘বাড়িতে থাকা অবস্থায় মা ছাড়া শাবকটি আরও বেশি ডাকাডাকি করতে থাকে। পরে রাতে শিয়াল ধরার ফাঁদ বসিয়ে রাখা হয়। গভীর রাতে বিকট গর্জনের শব্দে এলাকাবাসী একসঙ্গে গিয়ে দেখি বিশাল একটি মেছো বাঘ আটকা পড়েছে। পরে প্রশাসনের লোকদের জানানো হয়েছে। তারা এসে যা ভালো হয় করবেন।’
হরিণাকুণ্ডু বন বিভাগের কর্মকর্তা (নার্সারি বিভাগ) দবির উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তারা শাবকসহ মা মেছোবাঘটি খাঁচায় আটকে রেখেছিলেন। এগুলো এখান থেকে নিয়ে কোনো এক নির্জন জায়গায় অবমুক্ত করা হবে।’
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এমএস