ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইল ফোনে মনোযোগী তিন বন্ধু পড়লেন ট্রেনে কাটা, একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:৩২ এএম, ২২ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে মনোযোগী তিন বন্ধু ট্রেনে কাটা পড়েছেন। এরমধ্যে রিমঝিম (২০) নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারের পুনিয়াউট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে।

jagonews24

আহত দুই তরুণের একজন আরাফাত (২২) সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে ও অন্যজন দিপু মিয়া (২৫) একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

আরও পড়ুন: মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে হাঁটছিলেন যুবক, কাটা পড়লেন ট্রেনে

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

jagonews24

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জাগো নিউজকে জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ ঢাকাগামী রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। ফোনে মনোযোগ থাকায় তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এসময় তিনজনই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান। অন্য দুজন পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

আরও পড়ুন: রেললাইনে বসে খেলছিল পাবজি, ট্রেনে কাটা পড়লো মাদরাসাছাত্র

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আবুল হাসনাত মো. রাফি/এমকেআর