ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক নিয়ে এসে গরু চুরি করে পালালো চোর

জ্যেষ্ঠ প্রতিবেদক | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২০ জানুয়ারি ২০২৩

মানিকগঞ্জের ঘিওরে এক রাতে তিন বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি করে ট্রাকে নিয়ে পালিয়েছে চোর।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে সড়কে ট্রাক থামিয়ে চোর চক্রটি একে একে তিন বাড়িতে গরু চুরি করে। এর মধ্যে মজনু মিয়ার একটি গাভি, জমাত আলীর দুটি গাভি ও প্রদীপ দত্তের একটি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

গরু চুরির সময় গেরস্তের থাকার ঘর বাইরে থেকে কৌশলে আটকে দেয় চোর চক্রটি।

আরও পড়ুন: ১০ বছর ধরে দিনে অটোরিকশাচালক, রাতে মোটরসাইকেল চোর

খামারি মজনু মিয়া বলেন, ‘রাত ১২টার দিকে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। আনুমানিক আড়াইটার দিকে আমাদের বাইরে থেকে তালা দিয়ে চোর গোয়াল ঘর থেকে একটি গাভি নিয়ে পালিয়েছে।’

আরেক খামারি প্রদীপ দত্ত বলেন, তার গরু চুরি করে নেওয়ার সময় হঠাৎ ঘুম ভেঙে যায়। কিন্তু বাইরে থেকে দরজা আটকানো থাকায় বের হতে পারেননি। ঘরের ভেতর থেকেই লোকজনকে ডাকাডাকি শুরু করেন। প্রতিবেশীরা জেগে ওঠার আগেই গরুগুলো ট্রাকে তুলে চোর পালিয়ে যায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.এম খোরশেদ/এসআর/এমএস