ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১১:১৪ এএম, ২০ জানুয়ারি ২০২৩

নোয়াখালীর হাতিয়ায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার জাহাজমারা বাজার থেকে জালগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা বাজারে তিনটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য সাত কোটি ৭০ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

jagonews24'

আরও পড়ুন: লক্ষ্মীপুরে সোয়া ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট সাফিউল কিঞ্জল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ। কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে অবৈধ জালের কারবারিরা পালিয়ে গেছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস