ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: অসুস্থ চা দোকানির মৃত্যু, লাইফ সাপোর্টে প্যানেল মেয়র

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলোয়ার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের উত্তর চানপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম এ আফজাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালে দেলোয়ারের সঙ্গে ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মোস্তফার মেয়ে প্রজ্ঞা মোস্তফার বিয়ে হয়। বিয়ের তিন মাস পর বিদেশ চলে যান দেলোয়ার। দুই মাস থকার পর দেশে ফেরেন তিনি।

আরও পড়ুন: কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

তখন থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকেন স্ত্রী প্রজ্ঞাকে। কিন্তু বাবাবাড়ি থেকে যৌতুক আনবেন না জানালে তাকে শারীরিক নির্যাতন করতেন মোস্তফা। ২০১৯ সালের ২১ মার্চ সকালে আবারও যৌতুকের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছুরি দিয়ে প্রজ্ঞার গলা কেটে পালিয়ে যান দেলোয়ার। ওইদিন বিকেলে প্রজ্ঞার বাবা আহসান মোস্তফা বাদী হয়ে দেলোয়ারকে আসামি করে হত্যা মামলা করেন। রাতেই দেলোয়ারকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

আরও পড়ুন: কিশোরগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

করিমগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাসুদ মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এসজে