ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিগন্যালের ভুলেই রুপসা-মিতালী এক্সপ্রেস দুর্ঘটনা

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

সিগন্যালের ভুলেই নীলফামারীর চিলাহাটিতে খুলনাগামী যাত্রীবাহী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর লোকোমোটিভ ইনচার্জ কাফিরুল ইসলাম।

তিনি বলেন, ‘মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনটি ডোমার স্টেশন থেকে ক্লিয়ারেন্স নিয়েই এসেছে। আর রুপসা এক্সপ্রেস ট্রেনটিও চিলাহাটি থেকে অনুমতি নিয়েই ছেড়েছে। তবে লাইন ক্লিয়ার যারা দেন তাদের এখানে একটি ভুল হয়েছে। ক্লিয়ারেন্স না নিয়ে লাইন ক্লিয়ার সিগন্যাল দেওয়াটা হয় ভুল হয়েছে। তবে দুই স্টেশনের যেকোনো এক স্টেশন থেকে এই ভুল করেছে।’

আরও পড়ুন: নীলফামারীতে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনে রূপসা ট্রেনের ধাক্কা, আহত ৫০

বুধবার সকাল সাড়ে আটটার দিকে চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিকের বেশি যাত্রী এবং মিতালী এক্সপ্রেস ট্রেনের চালক আহত হন। এ দুর্ঘটনার ফলে চিলাহাটির সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, সকাল আটটায় পার্বতীপুর থেকে মিতালি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে আসে। তবে সিগন্যাল লাইটে লাল বাতি থাকায় লাইট এলাকায় দাঁড়ায় ইঞ্জিনটি। এদিকে, সকাল সাড়ে আটটায় চিলাহাটি স্টেশন থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এসময় স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা মিতালি এক্সপ্রেসের সঙ্গে রুপসার সংঘর্ষ হয়। এতে মিতালি এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়।

চিলাহাটি এলাকার রমিজ উদ্দিন বলেন, ‘সকাল বেলা হটাৎ বিকট শব্দ হয়। দৌড়ে এসে দেখি ইঞ্জিনটার দুইটা চালক পড়ে আছে। তাদের ভ্যানে করে হাসপাতালে পাঠায় দেয়। এদিকে, এসে দেখি ৭০/৮০ জন আহত। তাদের উদ্ধার করে এলাকাবাসী।’

আরও পড়ুন: সাড়ে ৩ ঘণ্টা পর নীলফামারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

স্থানীয় কামরুজ্জামাব বলেন, ‘স্টেশন মাস্টার জানে চিলাহাটিতে মিতালি আসবে। তাও মাস্টার এই ট্রেন (রুপসা) ছেড়ে দিলো। এজন্য অ্যাক্সিডেন্ট হইছে। আমার যা মনে হয়, এখানে স্টেশন মাস্টারের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে।’

ফায়ার সার্ভিসের রংপুর বিভাগের উপ-পরিচালক আব্দুল হামিদ জাগো নিউজকে বলেন, সকাল ৯টার পরে ফায়ার সার্ভিস খবর পায়। এ ঘটনায় আমাদের দুইটি ইউনিট কাজ করে। আমরা এসে মিতালির ড্রাইভারকে উদ্ধার করি। উনি মাথায় আঘাত পেয়েছেন। আপাতত উদ্ধার কাজ শেষ, কেউ মারা যায়নি।

রাজু আহমেদ/এমআরআর/এএসএম