ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাড়ে ৩ ঘণ্টা পর নীলফামারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

সাড়ে তিন ঘণ্টা পর নীলফামারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় চিলাহাটি স্টেশন থেকে আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে চিলাহাটিতে খুলনাগামী যাত্রীবাহী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে চিলাহাটির সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

রেল চলাচল স্বাভাবিকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চিলাহাটি স্টেশন মাস্টার নাজনীন পারভিন।

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়া হয়েছে। পরে পার্বতীপুর থেকে আরেকটি ইঞ্জিন এনে মিতালি এক্সপ্রেস পাঠানো হলো। বর্তমানে সারাদেশের সঙ্গে চিলাহাটির রেল যোগাযোগ স্বাভাবিক।

রাজু আহম্মেদ/এমআরআর/জেআইএম