ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মদপান করে টিকটক, গ্রেফতার হলেন ইয়াবাসহ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

মদপান করে গানে গানে টিকটক করে পরিচিতি পাওয়া আমান উল্লাহ আমান ওরফে টিকটক আমানকে (২৮) ইয়াবাসহ আটক করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকার নিজ বসতঘরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

আরও পড়ুন: ব্যবহারকারীর ঘুমের সময় জানাবে টিকটক

গ্রেফতার আমান পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের আ. ছালাম মৃধার ছেলে।

পটুয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ আমানকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আমান তার টিকটক অ্যাকাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে এবং মদপান করে বেশ কয়েকটি ভিডিও আপলোড করে বলেও জানান ডিবির ওসি।

আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম