ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘বিএনপির সঙ্গে মিশে আছে পাকিস্তানের প্রেতাত্মারা’

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৫ জানুয়ারি ২০২৩

জিয়াউর রহমান হত্যা করেছেন বঙ্গবন্ধু, এয়ারফোর্স ও আর্মি অফিসারদের। পরবর্তীতে তারই ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। এখন বিদেশে পালিয়ে আছেন তিনি। আর সেখানে বসে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনর আলোচনা সভায় এসব বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Meherpur2.jpg

আরও পড়ুন: হুমগুটি খেলা দেখতে লাখো জনতার ভিড়

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে বিশ্বের রোল মডেল হিসেবে তৈরি করার চেষ্টা করছে। তখন আবারও মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত। অথচ তাদের সরকারের আমলে পর পর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দেশ। তিনজন এমপিকে নৃশংসভাবে হত্যা করেছিল, হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনাকেও। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যা করে দেশকে নিশ্চিহ্ন করে ফেলা। কারণ দলটির সঙ্গে মিশে আছে পাকিস্তানের প্রেতাত্মারা।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম।

আসিফ ইকবাল/জেএস/এমএস