ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গাছড়া গ্রামে বিএসএফের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

দেলোয়ার তাহিরপুর উপজেলার ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের রাশিদ মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পেছনে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যান এক বৃদ্ধা। এসময় বিএসএফের টহল দলের সদস্যরা তাকে বেধড়ক মারধর করে আহত করেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এসে বিএসএফকে বাধা দেয়।

এসময় বিএসএফের ১৫-২০ জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায়। এতে দেলোয়ার গুলিবিদ্ধ হন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন আজ বিকেলে তার মৃত্যু হয়।

দেলোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি সুনামগঞ্জ ২৮ বিজিবি পরিচালক মো. মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দুপুরের দিকে টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্কস্টেশনে শূন্যরেখায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি বর্ষণে এক নাগরিক আহত এবং এক নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ ও তদন্ত দাবি করা হয়।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, যেহেতু আহত নাগরিক শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়টি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে জানিয়ে ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত বিজিবির পক্ষ থেকে দাবি জানানো হবে।

লিপসন আহমেদ/এমআরআর/জেআইএম