পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ২৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বেড়ে কমতে পারে শীত
তিনি জানান, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু-একদিন সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: ১৮ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে
এদিকে সপ্তাহজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস বয়ে চলছে। এতে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তবে প্রতিদিনের মতো শনিবার সকাল ৯টার পর সূর্যের দেখা মেলেছে। ঝলমলে রোদে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে।
সফিকুল আলম/আরএইচ/এমএস