কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা মাঠ, সব রাস্তায় হলো জুমার নামাজ
শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই টঙ্গীর তুরাগতীরে ছুটে আসেন লাখো মুসল্লি। আর শুক্রবার জুমার দিনে সকাল থেকে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। এতে জুমার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা।
সরেজমিন ইজতেমা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, তুরাগ থেকে কামারপুর ব্রিজ পুরো ইজতেমা মাঠ কানায় কানায় পরিপূর্ণ। ফলে আশপাশের সব রাস্তা বন্ধ করে আদায় করা হয় জুমার নামাজ। রাস্তায় আটকেপড়া গণপরিবহনের ছাদেও নামাজ পড়েন মুসল্লিরা।
আরও পড়ুন: যেভাবে বাংলাদেশে বিশ্ব ইজতেমা শুরু হলো
এদিকে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আয়োজক সূত্র জানায়, উর্দুতে আম বয়ান শুরু হয়। এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়। বাদ জুমা বয়ান করছেন মাওলানা ইসমাইল গুদর, বাদ আসর মাওলানা জুবায়ের আহমদ ও বাদ মাগরিব মাওলানা আহমদ লাট বয়ান করবেন।
এসব বয়ানের বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।
আরও পড়ুন: গাড়ি পার্কিং ও বিমানবন্দরগামীদের জন্য নির্দেশনা
২০২৩ সালের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব হবে ২০ থেকে ২২ জানুয়ারি।
এএএম/এমএইচআর/এমএস