ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ডিবি পরিচয়ে প্রতারণা, খেলনা পিস্তল-হাতকড়াসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

কক্সবাজারে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-হাতকড়াসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে লুৎফুর রহমান (৩৪), একই ইউপির মন্ডলপাড়ার ফেরদৌস মিয়ার ছেলে ইমরান হোসাইন (৩২), দরগাহপাড়ার বশির আহমদের ছেলে মুফিজুর রহমান (৩০) ও একই উপজেলার ইসলামাবাদ ইউপির খোদাইবাড়ী এলাকার মকবুল আহমদের ছেলে মিজানুর রহমান (৩৪)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, কিছু লোক বিভিন্ন সময় ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর নানা সদস্য পরিচয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছে এমন অভিযোগ পায় কক্সবাজার ডিবি। বুধবার ডিবির একটি টিম কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নুরপাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি হাতকড়া, একটি খেলনা পিস্তল, ইংরেজি অক্ষরে ‘ডিবি কক্সবাজার’ লেখা একটি কটি, তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

jagonews24

ওসি আরও বলেন, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে রামু থানায় সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া সদস্য এবং তাদের সঙ্গে জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

আহমেদ নাসির বলে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবির ছদ্মবেশে দীর্ঘদিন ধরে রামু থানা এলাকাসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে লোকজনদের আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসার কথা স্বীকার করেছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জাগো নিউজকে বলেন, ডিবি পরিচয়ে প্রতারণা করা চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি জেলা ডিবি তদারকি করছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস