ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় মধ্যরাতে ডাকাতির গুজব

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১২ জানুয়ারি ২০২৩

বরগুনা সদর উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতের গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকার বাসিন্দারা মধ্যরাতে রাতে ফেসবুকে পোস্ট করে ও মোবাইলফোনে কল করে সবাইকে সতর্ক থাকতে বলেন।

বুধবার (১১ জানুয়ারি) দিনগত রাতে বরগুনা সদর উপজেলার বদরখালী, ঢলুয়া, এম বালিয়াতলি, ১০ নম্বর নলটোনা ইউনিয়নের অনেকে আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট করেছেন। এ ঘটনায় পুরুষরা এলাকার মধ্যে দলে দলে পাহারা বসান।

আরও পড়ুন: ডিমের পিকআপে ডাকাতি, যেভাবে গ্রেফতার ৬ ডাকাত

বরগুনার আইনজীবী নাজমুল ইসলাম নাসির জানান, তার আত্মীয়-স্বজনরা মোবাইলফোনে কল দিয়ে রাত একটার দিকে এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার খবর জানিয়ে সতর্ক থাকতে বলেছেন।

এ বিষয়ে ‘বরগুনা জেলা পুলিশ’ নামে একটি ফেসবুক পেজ থেকে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক একটি পেস্টে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বরগুনা জেলায় ‘ডাকাতের উপস্থিতি পাওয়া গেছে’ মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সর্বস্তরের জনসাধারণকে আশ্বস্ত করা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে ‘ডাকাত’ সংক্রান্তে প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই। আপনারা এ ধরনের কোনো গুজবে কান দেবেন না। বরগুনা জেলা পুলিশ জনসাধারণের সার্বিক নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট এবং যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে রয়েছে। একইসঙ্গে সবাইকে গুজব প্রতিরোধে পুলিশকে সহায়তার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

আরও পড়ুন: যাত্রীবাহী মাইক্রো ভেবে ডিবির গাড়িতে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার

জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। সবাইকে সচেতন হতে হবে। যেকোনো প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে পুলিশ জনগণের পাশে থাকবে।

এমআরআর/এএসএম