ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চার তরিকার পীরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লাখ টাকা লুট

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

রাজবাড়ীর বালিয়াকান্দির রসুলপুর চার তরিকার পীর আব্দুল মতিন নেছারীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৮ লাখ টাকাসহ বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় পীরের জামাতা আব্দুল্লাহ্ বাদী মামলা করেছেন।

এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর চার তরিকার পীর আব্দুল মতিন নেছারীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

আরো পড়ুন- হাসপাতালে ঢুকে চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে টাকা-মোবাইল ছিনতাই

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কালো রঙের মাইক্রোবাসে করে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ডাকাত রসুলপুর পীরের বাসভবনের সামনে এসে দাঁড়ায়। এ সময় গাড়ি থেকে ডাকাতরা দ্রুত নেমে বাড়ির মূলগেটের সামনে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে একটি ঘরে সবাইকে আটকে বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির দ্বিতীয় তলায় পীরের স্ত্রী ও কাজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে আলমিরা ভেঙে নগদ ৮ লাখ টাকা ও বাড়ির সদস্যদের ব্যবহৃত ৭টি মোবাইল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আব্দুল মতিন নেছারীর বাড়ির খাদেম মো. আইয়ুব আলী বলেন, ঘটনার সময় পীর সাহেব বাড়িতে ছিলেন না। ওয়াজ মাহফিলের জন্য নাটোরে অবস্থান করছিলেন। সন্ধ্যার পর হঠাৎ একটি কালো রঙের মাইক্রোবাস বাড়ির সামনে দাঁড়ায়। তখন তারা ভেবেছিলেন পীর সাহেরের কোনো ভক্তরা এসেছেন।

আরো পড়ুন- রাজবাড়ীতে ইটভাটায় কয়লার ব্যবহার নেই, অবাধে পুড়ছে কাঠ

কিন্তু মুহূর্তের মধ্যে গাড়ি থেকে কয়েকজন মুখোশধারী নেমে তাদের সবাইকে জিম্মি করে মোবাইল ফোন কেড়ে একটি ঘরে আটকে রাখে। এরপর কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে হুজুরের শয়নকক্ষ থেকে আলমিরা ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলো। তবে বাড়ির লোকজনের কোনো শারীরিক ক্ষতি করেনি।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, এ বিষয়ে পীর আব্দুল মতিন নেছারীর জামাতা আব্দুল্লাহ্ বাদী হয়ে বুধবার বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। ডাকাতরা নগদ ৮ লাখ টাকা ও মোবাইল নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস