ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০২:৩২ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপির মঞ্চের ২০০ গজের দূরে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ

এ বিষয়ে বিএনপি নেতাকর্মীরা বলেন, বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরিকিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতাকর্মী অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দা, লাঠি নিয়ে হামলা করে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা। পরে বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।

আরও পড়ুন: বিএনপির গণঅবস্থানে সতর্ক আওয়ামী লীগ, পাহারায় নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে বলেন, আমাদের প্রোগ্রাম চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ হামলা করেছে। পরে আমাদের নেতাকর্মীদের ধাওয়ায় তারা পিছু হটেছে।

ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ

এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জাগো নিউজকে বলেন, কোনো হামলা বা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। তাছাড়া, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা দলীয় কার্যালয়ে মিটিং করছি। আমাদের কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত না। তা নিজেরাই এসব করে আমাদের উপর দায় চাপাচ্ছে।

আরও পড়ুন: বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে শাহবাগে ছাত্রলীগের অবস্থান

এবিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি সকাল থেকেই বিএনপির অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

মঞ্জুরুল ইসলাম/জেএস/জেআইএম