উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক
মুজিব শতবর্ষে ঝরে পড়া ২১ লাখ শিক্ষার্থীকে শিক্ষাদান করা হয়েছে
বর্তমান সরকার কাউকে নিরক্ষর রাখবে না। মুজিব শতবর্ষে বিদ্যালয় থেকে ঝরে পড়া প্রায় ২১ লাখ শিক্ষার্থীকে শিক্ষাদান করা হয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক মুহাম্মদ নুরুজ্জামান শরীফ।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় তিনি একথা বলেন।
পরিচালক নুরুজ্জামান শরীফ আরও বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় শিক্ষা গ্রহণ করছে দেশের ৭৪ দশমিক ৭ শতাংশ মানুষ। এর বাইরে যারা রয়েছেন, তাদেরও স্বাক্ষর জ্ঞান দিতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কারণে স্কুল থেকে ঝরে পড়া ৮-১৪ বছর বয়সী বালক-বালিকাদের শিক্ষা গ্রহণে কর্মসূচি চলমান রয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। এতে বাংলাদেশে কেউ আর নিরক্ষর থাকবে না। এটি সরকারের নতুন উদ্যোগ।
কর্মশালায় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে এসময় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মনিরুজ্জামান ফকির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন উপস্থিত ছিলেন।
কর্মশালায় ঝরে শিশুদের বিদ্যালয়মুখী করতে বিনামূল্যে বই-খাতা, স্কুলব্যাগ-ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বলেও জানান ব্যুরোর পরিচালক।
এসআর/এমএস