ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মসলায় কাপড়ের রং মিশিয়ে বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে কাপড়ের রং মেশানো গুঁড়া মসলা বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে হাজী নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

jagonews24

অভিযানে শাহজালাল মসলা প্রোডাক্ট অ্যান্ড রাইস মিলকে গুঁড়া মসলায় কাপড়ের রং মিশিয়ে বাজারজাত করার দায়ে ২ লাখ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে হাজী নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানে অংশ হিসেবে উপজেলায় অভিযান চালাই। এসময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস