পুলিশ দেখে প্রাইভেটকার রেখে দৌড়, ৬৫ বোতল ফেনসিডিল জব্দ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুলিশ দেখে ফেলে মাদকভর্তি প্রাইভেটকার রেখে দৌড়ে পালান তিন মাদক ব্যবসায়ী। এর তল্লাশি করে ৬৫ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের গোদারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের গোদারিয়া ফায়ার সার্ভিস অফিস এলাকায় ডিউটি করছিলেন পুলিশের একটি দল। এসময় প্রাইভেটকার দেখে সন্দেহ হয় পুলিশের। পরে সিগনাল দিতেই গাড়ি থামিয়ে চালকসহ তিনজন দৌড়ে পালায়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৬৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ওই দিন রাতেই থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
মঞ্জুরুল ইসলাম/এমএএইচ/