ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় নতুন পেঁয়াজের ঝাঁজ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

খুলনায় বছরের প্রথম সপ্তাহে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে পেঁয়াজের। এক সপ্তাহ আগে ২০ টাকা দরের পেঁয়াজ বিক্রি হলেও এখন ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির সঠিক কোনো কারণ বলতে পারছে না খুচরা ব্যবসায়ীরা।

পেঁয়াজের ঝাঁজ বাড়লেও আলু এখন ব্যবসায়ীদের গলার কাটায় পরিণত হয়েছে। নতুন পুরনো মিলিয়ে বাজার এখন আলুতে সয়লাব হয়ে গেছে। অন্যদিকে শীতের সবজির দাম ক্রমাগত কমেই চলেছে। দশ টাকায় মিলছে বড় সাইজের ফুলকপি, বাঁধাকপি আর লাল শাকসহ বিভিন্ন সবজি।

শনিবার (৭ জানুয়ারি) খুলনা মহানগরীর টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, চানমারী বাজার, রূপসা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

খুলনায় নতুন পেঁয়াজের ঝাঁজ বাড়ছে

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের সবজি বিক্রেতা ইসমাইল জানান, সকালের দিকে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিম বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। বেগুন ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁচামরিচ ৬০-৮০ টাকা, লালশাক আঁটি ১০ টাকা, লাউ শাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুপুর গড়িয়ে গেলে এ দাম অর্ধেকে নেমে আসছে।

এ বাজারের আলু বিক্রেতা সিদ্দিক হোসেন বলেন, বাজার এখন আলুতে সয়লাব। শীতের সবজির দাম যেমন কমছে আলুর দামও তেমন কমছে। এখন ২০ টাকায় এক কেজি আলু পাওয়া যাচ্ছে। কিন্তু কোনো কারণ ছাড়া বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত সপ্তাহে আমরা পেঁয়াজ বিক্রি করেছি ৫-৬ কেজি একশত টাকা দরে। আজ বিক্রি করতে হচ্ছে আড়াই কেজি অথবা তিন কেজি একশত টাকায়।

পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেলো কেন এমন প্রশ্নের জবাবে তারা বলেন, বাজারে গেলে আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কেউ কথা বলতে চায় না। দুই এক বস্তা মাল নেওয়ার কারণে বড় ব্যবসায়ীদের (পাইকারদের) সঙ্গে কথাও বলা যায় না। তারা যে দাম বলে সেই দামে মাল কিনে নিয়ে চলে আসি। ফলে পেঁয়াজের দাম হঠাৎ কেনো বেড়েছে তা বলতে পারবো না।

খুলনায় নতুন পেঁয়াজের ঝাঁজ বাড়ছে

নগরীর বড় বাজারের পাইকারি ব্যবসায়ী হালিমা ভাণ্ডারের মালিক হাসান তালুকদার বলেন, শীত বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ থেকে সময়মত পেঁয়াজ আসছে না। হয়তো এ কারণে দাম একটু বড়তে পারে।

অপর ব্যবসায়ী কিবরিয়া পাটোয়ারী বলেন, প্রচণ্ড শীত পড়েছে তাই ক্ষেত থেকে পেঁয়াজ উঠছে কম, এটুকুই শুধু শুনেছি। এর বেশি কিছু জানি না। তবে এতে পেঁয়াজের দাম বৃদ্ধির তেমন কিছু দেখি না।

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর খুলনা উপ-পরিচালক শিকদার শাহিনুল আলম বলেন, আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করে চলেছি। অভিযোগ পেলে সেখানে আগে যাবার চেষ্টা করছি। বাজারে এখন প্রায় সবপণ্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম