ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দলবল নিয়ে যুবলীগ নেতাকে হেনস্তা করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্থানীয় সংসদ সদস্য মাহি বি চৌধরীর সমালোচনা করে বক্তব্য দেওয়ায় অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদককে হেনস্তার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সাংগঠনিক বিচারের দাবিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমাম শামীম।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন দলবল নিয়ে তাকে হেনস্তা করেছেন বলে অভিযোগ শামীমের। ৩০ ডিসেম্বরে শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তদন্ত করে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

যুবলীগ নেতা শামীমের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে শ্রীনগরের স্যার জগদীশ চন্দ্র বসু কলেজে প্রজন্ম বিক্রমপুর নামের একটি সংগঠন আয়োজিত ‘বিক্রমপুর দিবস- ২০২২’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-১ আসনের এমপি মাহি বি চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা কার্যক্রমের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, এমপিওভুক্তি ও পরিচালনা পরিষদে রাজনৈতিক হস্তক্ষেপ বিষয়ে সমালোচনা করেন। এমপির বক্তব্যের ওপর গঠনমূলক ও সমালোচনামূলক বক্তব্য প্রদান করে এলাকার দাবিসমূহ জোরালোভাবে উপস্থাপন করেন তিনি (শামীম)।

তবে এ সময় মাহি বি চৌধুরী উপস্থিত ছিলেন না। তার বক্তব্যের পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন তাকে ডেকে নিয়ে চরম অসৌজন্যমূলক আচরণ ও হেনস্থা করেন এবং বলেন এমপির বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অধিকার তার নেই। এসময় আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছি বললে মুন তার দলবল নিয়ে চরম অসভ্য আচরণ করেন।

অভিযোগপত্রে শামীম জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক ও একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে তার আচরণকে অসামাজিক, অরাজনৈতিক, দলীয় শৃঙ্খলা বহির্ভূত এবং স্বেচ্ছাসেবক লীগের নীতি ও আদর্শের বিরুদ্ধে মনে হয়েছে।

এদিকে অনুষ্ঠানে শামীমের বক্তব্যের ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিভিন্ন দাবি তুলে ধরে সংসদ সদস্যের কর্মকাণ্ডের আলোচনা ও বিভিন্ন দাবি জানাচ্ছেন যুবলীগ নেতা শামীম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের পরই মঞ্চের পেছনে এ হেনস্তার ঘটনা ঘটে।

এ বিষয়ে অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম জানান, এমপি মাহি ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি তার একটি রাজনৈতিক বক্তব্যের কাউন্টার দিয়েছিলাম। আমি চাইনাই বিষয়টি পুলিশ বা মিডিয়া হউক। সাংগঠনিকভাবে বিচার চেয়েছি। সংগঠন যা ভালো মনে করে করবে।

তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন বলেন, মাহি বি চৌধরী নৌকা নিয়ে নির্বাচন করেছেন কোলা নিয়ে নয়। তিনি আমাদের সবার এমপি। যুবলীগ নেতার সঙ্গে কী হয়েছে সেটা আমি জানি না। অভিযোগ সত্য নয়, আমার ওপর দায় চাপাচ্ছে সে। কেন্দ্রে অভিযোগ করার বিষয়টি আমি কিছুই জানি না।

কেন্দ্রে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু বলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরাবর একটি অভিযোগপত্র জমা দিয়েছেন ওই যুবলীগ নেতা। যার অনুলিপি আমাদের জেলা কমিটির কাছে দেওয়া হয়েছে। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগটি তদন্ত করে দেখবো। আনিত অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস