ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশ মেট্রোরেল যুগে প্রবেশ করলেও মানুষের সংকট কাটেনি: মেনন

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ মেট্রোরেল যুগে প্রবেশ করলেও মানুষের জীবনের সংকট কাটেনি, কাটছে না। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে পার্টির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, মানুষকে খাবারের জন্য প্রতিদিন টিসিবির ট্রাকের পেছনে লাইন দিতে হয়। একটু বিদ্যুতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে কাটাতে হয়।

পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে নারী মুক্তি ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর সাহা দিপু, মহানগর সভাপতি মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্যা ও নগর সাধারণ সম্পাদক এস এম ফারুক উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, খুলনায় একের পর এক রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করা হয়েছে। লাখো শ্রমিকের বেকারত্ব ও কর্মহীনতার কান্না শোনা যায়। সারাদেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু শ্রমিক-কৃষক মেহনতী মানুষের উন্নয়ন হচ্ছে না।

বিএনপির উত্থাপিত ১০ দফার সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, বিএনপি ভ্রান্ত রাজনীতিতে রয়েছে। তারা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম