ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি, মাঠে কাউন্সেলিংয়ে প্রিসাইডিং অফিসার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২

কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

তবে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন ভোটাররা। এতে করে ভোটগ্রহণে ধীরগতি দেখা যাচ্ছে। বিষয়টি স্বাভাবিক করতে প্রিসাইডিং অফিসার ভোটকক্ষের বাইরে এসে ডেমু মেশিন হাতে নিয়ে ভোটারদের কাউন্সেলিং করছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এমন চিত্র।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো. জাকারিয়া জাগো নিউজকে বলেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই নারী ভোটাররা ইভিএমে ভোট দিতে দীর্ঘ সময় নিচ্ছিলেন। এছাড়া অনেকেই ভোট দেওয়ার নিয়মও জানেন না। তাই ভোটগ্রহণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাইনে দাঁড়ানো ভোটারদের কাউন্সেলিং করছি।

তিনি বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ হাজার ১৫০ এবং পুরুষ ভোটার ১ হাজার ২০০ জন।

কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. আবুল কালাম বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। ইভিএমে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক টেকনিক্যাল টিম তা সমাধান করে দিচ্ছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব মাঠে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন।

নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী ও দোলখাঁ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এছাড়া লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, মুদাফফরগঞ্জ দক্ষিণ, লালমাই উপজেলার বাকই উত্তর, পেরুল উত্তর, বরুড়ার বাউকসার ও শাকপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

সেই সঙ্গে দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। একইদিন মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/জিকেএস