রংপুর সিটি করপোরেশন
২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সমান, ফের নির্বাচন
ফাইল ছবি
রংপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় এ নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ডে মো. শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে তিন হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম. এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান। ওই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জিতু কবীর/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী