দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকাণ্ড
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ও গাইনি ওয়ার্ডে ইলেকট্রিক ওয়াটার জগে পানি গরম করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় রাত সাড়ে আটটার দিকে লেবার ও গাইনি ওয়ার্ডের এক্সট্রা পাঁচ অথবা সাত নম্বর বেডের রোগীর স্বজনরা শয্যার পাশে সুইচের প্লাগে ইলেকট্রিক ওয়াটার জগে পানি গরম করছিলেন। এসময় বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় পুরো ওয়ার্ড। আতঙ্কে ছোটাছুটি করে রোগী ও তাদের স্বজনরা ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন।
এসময় ওয়ার্ডে থাকা নার্স ও ওয়ার্ডবয়দের সচেতনতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তারা ওয়ার্ডে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডারের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় আগুন নিভে গেছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, আমরা আসার আগেই হাসাপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আমরা পরে স্মোক ইজেক্টর পাইপ দিয়ে ওয়ার্ডের ভেতরের ধোঁয়া এবং গ্যাস বের করে দিই।
হাসাপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ বলেন, ইলেকট্রিক ওয়াটার জগে পানি গরম করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে এখনো আমরা পুরোপুরি নিশ্চিত নই। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি জানান, ৭৩ শয্যার লেবার ও গাইনি ওয়ার্ডে বর্তমানে ৫৯ রোগী চিকিৎসাধীন আছেন।
এমদাদুল হক মিলন/এমআরআর/এএসএম