ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপের ধাক্কায় জনি মিয়া (২৮) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন আরও একজন।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দড়িচরিয়ারকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি মিয়া উপজেলার ডুবুরিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি একটি জুতা তৈরি কারখানায় কাজ করতেন।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল চালিয়ে ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে আসছিলেন জনি মিয়া। এসময় বিপরীত দিক থেকে আসা মাছভর্তি একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এসআর/এএসএম