ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১৪৪ ধারা অমান্য করে দৃষ্টিপ্রতিবন্ধীর জমিতে ঘর নির্মাণের অভিযোগ

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

বরগুনায় বেতাগী উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে এক দৃষ্টিপ্রতিবন্ধীর জমিতে ঘর তৈরির অভিযোগ উঠেছে তা চাচাতো ভাইয়ের ছেলের বিরুদ্ধে। উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দৃষ্টিপ্রতিবন্ধী আলতাফ হোসেন (৪৭) দীর্ঘদিন ধরে পৌর শহরে বসবাস করায় চাচাত ভাই মোখলেস মৃধার ছেলে শামিম মৃধা (৪০) ওই জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন। পরে এ ঘটনায় প্রতিবন্ধী আলতাফ বরগুনা আদালতে মামলা করেন। মামলাটি মীমাংসা না হওয়া পর্যন্ত ওই জমিতে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন আদালত। তবে আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সেখানে ঘর নির্মাণ চালিয়ে যাচ্ছেন শামিম মৃধা।

এ বিষয়ে আলতাফ হোসেন জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন আমি বাড়িতে না থাকায় আমার জমিতে আমার চাচাতো ভাইয়ের ছেলে ঘর নির্মাণ শুরু করে। খবর পেয়ে গিয়ে বাধা দিলে আমাকে মারার হুমকি দেয়। পরে পুলিশের উপস্থিতিতে কাজ বন্ধ করলেও আবার কাজ শুরু করেছে।

এ বিষয়ে শামিম মৃধা বলেন, আমার জমিতে আমি কাজ করছি তাতে কার কী? আদালতে জবাব দেবো।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কাজ করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমআরআর/এএসএম