ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ফেনসিডিলসহ বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১১:০৭ এএম, ২১ ডিসেম্বর ২০২২

নওগাঁর ধামইরহাটে ১৫১ বোতল ফেনসিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার চকরহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার উত্তর চক রহমত বাদদিঘী গ্রামের সফিকুল ইসলাম (৫০) এবং তার ছেলে সবুজ হোসেন (৩২)।

সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে ধামইরহাট উপজেলার চকরহমতপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৫১ বোতল ফেনসিডিলসহ সফিকুল ইসলাম ও তার ছেলে সবুজ হোসেনকে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন্নস্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ অনুসারে মামলা প্রক্রিয়াধীন।

আব্বাস আলী/জেএস/জেআইএম