অসৎ উপায়ে নির্বাচিত হওয়ার চিন্তা ঝেড়ে ফেলুন: ফরিদপুরের ডিসি
অসৎ উপায়ে নির্বাচিত হওয়ার চিন্তা কোনো প্রার্থীর থাকলে তা মাথা থেকে ঝেলে ফেলতে বলেছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে পৌরসভা ও তিনটি ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই মিলে আমরা চেষ্টা করবো একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা করার দরকার তাই করা হবে।
প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কেউ অসৎ উপায়ে নির্বাচিত হওয়ার চিন্তা করে থাকেন, এ ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। জনগণের কাছে গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করুন। কারণ ভোটাররাই নির্বাচনের মূল শক্তি। প্রার্থী নির্বাচিত করার অধিকার একমাত্র ভোটাররাই রাখেন। কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এজন্য প্রার্থীসহ সবার সহযোগিতা প্রয়োজন।
পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটগ্রহণের আগের দিন থেকে নির্বাচনী এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচনের দিন সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স থাকবে। আমরা প্রশাসনের সব স্তরের লোক সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করবো।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের সভাপতিত্বে বিশেষ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের ও উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ বক্তব্য দেন।
এন কে বি নয়ন/এমআরআর/এমএস