ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শিরনি খাওয়ালেন মেসির ভক্ত

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় লোকজনকে শিরনি খাইয়েছেন টাঙ্গাইলের সখীপুরের জুলহাস গায়েন নামের এক সমর্থক।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার শাহ কামালের মাজারে দুধ দিয়ে শিরনি রান্না করে মেসি সমর্থকদের খাওয়ান তিনি। পরে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

Messsi-(3).jpg

জুলহাস গায়েন একটি দৈনিকের সখীপুর উপজেলা প্রতিনিধি এবং রেডিও টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী।

জুলহাস গায়েন জানান, ২০০২ সালে মেসির খেলা দেখে তিনি তার ভক্ত হয়ে যান। এবারের বিশ্বকাপের শুরু থেকে তিনি জার্সি বিতরণ এবং খেলার সময় নানা ধরনের খাবার আয়োজন করেছেন।

Messsi-(3).jpg

‘প্রথম রাউন্ডে সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় রাউন্ড ও সেমি ফাইনাল খেলে ফাইনালে ওঠায় এবং বিশ্বকাপ নেওয়ায় আমার স্বপ্ন পূরণ হয়েছে’, যোগ করেন মেসির এই ভক্ত।

শিরনি খেতে আসা আর্জেন্টিনার সমর্থক বাপ্পা, জুয়েল ও সানি বলেন, জুলহাস গায়েন আর্জেন্টিনা ফুটবল দল ও মেসির দারুণ ভক্ত। প্রিয় দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খুশিতে তিনি আমাদের শিরনি খাইয়েছেন।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস