ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেসিদের জয়ে ফেনীতে রাতভর উল্লাস

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৯ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনার জয়ে ফেনীতে রাতভর আনন্দ-উল্লাস করেছে সমর্থকরা। রোববার (১৮ ডিসেম্বর) রাতে শহরের পুরাতন কারাগারের সামনে বড় পর্দায় খেলা দেখে সেখানে উল্লাসে ফেটে পড়েন তারা। পরে সেখানে আতসবাজি, নাচ-গান, আনন্দ-মিছিল ও কনসার্টের আয়োজন করা হয়।

jagonews24

এর আগে সন্ধ্যার পর থেকে খেলা দেখার জন্য ওই এলাকায় মানুষ জড়ো হতে থাকে। খেলা শুরুর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আশপাশের সড়ক। হাজার হাজার মানুষের এক সঙ্গে মেসি-মেসি স্লোগান দিয়ে মুখর করে রাখেন গোটা এলাকা। খেলা দেখার জন্য ভক্তদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফেনী পাইলট স্কুলের গেট থেকে শুরু করে পিটিআই স্কুল সংলগ্ন সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে। এছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে বড় পর্দায় খেলা দেখেছেন মেসি ভক্তরা।

jagonews24

আর্জেন্টিনা ভক্ত মোস্তাফিজ মুরাদ বলেন, বড় পর্দায় খেলা দেখতে এসেছিলাম। দুর্দান্ত খেলে প্রিয় দল চ্যাম্পিয়ন হয়েছে। ফেনীয়ান আর্জেন্টাইন ফ্যানব্যাজ আর ক্রেজি খেলা শুরুর আগে ময়দান পরিপূর্ণ। চলে কনসার্ট ও বিজয় মিছিল।

jagonews24

আর্জেন্টিনা ভক্ত শেখ আশিকুন্নবী সজীব বলেন, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতেছে। তবে সবাই মিলে আমরা বড় পর্দায় এক সঙ্গে খেলা উপভোগ করেছি মনে হয় যেন মাঠে খেলা দেখছি।

jagonews24

এ বিষয়ে আয়োজক ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীর মাটি, মেসি-আর্জেন্টিনার ঘাঁটি। ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করা হয়েছিল। সবাই জয়ধ্বনি, বিজয় মিছিল ও কনসার্টের মাধ্যমে আমরা বিজয় উপভোগ করেছি।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস