ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পতাকা টানাতে গিয়ে ছেলের মৃত্যুর পর চলে গেলেন বাবাও

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২

বগুড়ার সারিয়াকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে মসজিদে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে সরোয়ার জাহান সাফির মৃত্যুর পর চলে গেলেন তার বাবাও।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মাফুজার রহমান ওরফে মাফু প্রামাণিক (৭০)।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টায় সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে মসজিদের দোতলায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সারোয়ার জাহান সাফি মারা যান। এসময় তার বাবা মাফুজার রহমানও আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল জানান, শনিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাফুজার রহমানের মরদেহ দাফন করা হয়েছে।

এসআর/জেআইএম