ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২

বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বডার গাড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন বিএসএফের ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্রের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

এ সময় চেকপোস্টের শূন্য রেখায় কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

হিলি আইসিপি ক্যাম্প সুবেদার মাহাবুব হোসেন বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর সদস্যদের মাঝে সম্পর্ক আরো সুদৃড় হয়।

মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম