ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষার্থীদের অজান্তে একাদশে ভর্তির আবেদন

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১২:৫৯ এএম, ১৪ ডিসেম্বর ২০২২

একাদশ শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষ ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে শরীয়তপুর সদরের ডোমসার ইউপির ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধিকাংশ শিক্ষার্থী। আবেদন করতে গিয়ে তারা দেখে পায় আগেই তাদের আবেদন করা হয়ে গেছে। এমনকি কলেজও নির্ধারণ করা হয়ে গেছে। এতে কাঙ্ক্ষিত কলেজে এসব শিক্ষার্থী ভর্তি হতে পারবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

স্কুল সূত্রে জানা যায়, ওই স্কুল থেকে এ বছর ১১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। ১০৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী ওই সমস্যার সম্মুখীন হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন বলেন, আমার কাছে এ ধরনের মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ওই স্কুল থেকে এ বছর এসএসসি পাস করা বর্ণা অধিকারী, তুহিন, তিশা পাল, আশিকসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তারা অনলাইনের মাধ্যমে পছন্দের কলেজে আবেদন করতে যায়। কিন্তু আবেদন করার সময় দেখতে পায় আবেদন আগেই করা হয়ে গেছে। এমনকি তাদের না জানিয়েই ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পছন্দক্রম দেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবে কি না এমনটাই আশঙ্কা করছে তারা।

শিক্ষার্থীর স্বজনরা জানান, ওই শিক্ষার্থীরা আরও ভালো কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করে যখন তা জমা (সাবমিট) দিতে যাবে, তখন দেখতে পায় তার আবেদন আগেই জমা হয়ে গেছে। শুধু তাই নয়, তার আবেদনে প্রথম পছন্দ হিসেবে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের নাম দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের আরও অনেক শিক্ষার্থীর একই অবস্থা হয়েছে।

এ বিষয়ে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কবিরাজ আব্দুল খালেক বলেন, আমি বলতে পারবো না এই কাজটি কারা করছে। শিক্ষার্থী বলছে- একধরনের কথা, আর শিক্ষকদের কাছে জিজ্ঞেস করলাম তারা বলছে আমরা এমন কিছু করিনি। তাহলে কী আশপাশে কয়েকটি কলেজ আছে তারই এ সমস্যা সৃষ্টি করলো কি না কে জানে? আমি শিক্ষকদের আগেই বলে দিয়েছি যে এই কলেজে পড়তে ইচ্ছুক তাদের ভর্তি করবেন। আর যারা পড়তে ইচ্ছুক না তারা তাদের পছন্দের কলেজে চলে যাবে।

জেলা শিক্ষা কর্মকর্তা ম্যামল চন্দ্র শর্মা বলেন, বিষয়টি আমি শুনেছি। আসলে এগুলো তো সফটওয়্যারের কাজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

অনলাইনে পছন্দক্রম অনুযায়ী ১০টি কলেজের নাম দিয়ে আবেদন করতে হচ্ছে। ৮ ডিসেম্বর শুরু হওয়া এ আবেদন ১৫ ডিসেম্বর পর্যন্ত করা যাবে। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। আর ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি।

মো. ছগির হোসেন/আরএডি