দিনাজপুরে তুলার গোডাউনে আগুন
দিনাজপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের মেশিনসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের পার্শ্ববর্তী মাতাসাগর এলাকায় মোহাম্মদ আলী কটন মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মিলে তুলা উৎপাদনের সময় হঠাৎ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় নিমিষেই আগুন তুলার স্তূপে লেগে যায় এবং তিনটি ঘরের তুলা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে নইমুদ্দিন (৪৫) নামের এক শ্রমিক আহত হয়েছেন।
মোহাম্মদ আলী কটন মিলের মালিক মো. সুজন বলেন, মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জেনেছি। এতে আনুমানিক ১৫ লাখ টাকার তুলা পুড়ে গেছে। যেগুলো পুড়ে যায়নি সেগুলো আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানিতে ভিজে গেছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা মেহেফুজ তানজিল জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
এমদাদুল হক মিলন/এসআর/এমএস