ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গবেষণা ছাড়া শিক্ষা দেশ-জাতির কল্যাণে আসে না: আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২২

গবেষণা ছাড়া কোনো শিক্ষাই দেশ ও জাতির কল্যাণে আসে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেছেন, প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে একজন গবেষক। তাই একজন গবেষককে বিনয়ের সঙ্গে গবেষণা করতে হবে।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের গবেষণাকর্মে বেশি বেশি মনোযোগী হতে হবে। কারণ, গবেষণা ছাড়া যে শিক্ষা অর্জন করা হয় তা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা ছাড়া শিক্ষা দেশ ও জাতির কোনো কল্যাণে আসে না।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি কাজী নাভিদ নাসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তাসহ বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের পরামর্শদাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাদেক।

এমআরআর/জিকেএস