ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন সংগ্রামী ৫ নারী

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১২:২৬ এএম, ১০ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলা পর্যায়ে ফরিদপুরের পাঁচ সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পাঁচ জয়িতাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সনদ।

জয়িতা সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফরিদপুর পৌর সদরের মধ্য আলীপুরের আনোয়ারা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা গ্রামের রওশনারা বেগম, সফল জননী ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গী গ্রামের সুফিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শেখপুরা গ্রামের বিউটি আক্তার ও সমাজ উন্নয়নে ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর গ্রামের চামেলী আক্তার।

ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িতা সম্মাননার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।

এছাড়াও সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।

এন কে বি নয়ন/কেএসআর