ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় মাছের ঘের নিয়ে সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ৮

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২২

কুমিল্লার তিতাসে মাছের ঘের নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জহির হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অন্তত আটজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভিটিকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহির হোসেন ভিটিকান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে।

পলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের মধ্যে মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে সাইফুল মাছ ধরতে যাবেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পুলিশ আবুল হোসেন মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে কথা বলে সাইফুল গ্রুপের কাছে কথা বলতে যাচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতিতে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হলে ৩-৪ জন পুলিশ সদস্য আহত হন।

গুরুতর আহত অবস্থায় জহিরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আবুল হোসেন মোল্লা গ্রুপের কয়েকজন উত্তেজিত হয়ে সাইফুলের ঘরে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি সুধীন চন্দ্র দাস।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে একাধিকবার ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম