নিয়োগ নিয়ে বিরোধ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের পরিচালনা পর্ষদের সভায় হামলা, আহত ৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা চলাকালীন প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে ইউপি চেয়ারম্যানসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল অ্যান্ড কলেজের নিয়োগকে কেন্দ্র করে বেশকিছু দিন দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার বিকেলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভা চলাকালীন সাবেক ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলামের লোকজন অতর্কিত হামলা চালায়।
এসময় তাদের বাঁধা দিতে এগিয়ে আসলে বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলামসহ কলেজের কয়েকজন কর্মচারী আহত হন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
আহতরা হলেন- আব্দুল হামিদ (৪২), ইউসুফ আলী (৩০), কাউসার (৩৮), কুরবান আলী (২৮), শহীদ ইসলাম (৫০), মাসুদ রানা (৩১) ও ইমরান হোসেন (২৮)। তাদের মধ্যে কুরবান আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সোহান মাহমুদ/এএএইচ