ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজার

শীতের শুরুতেই বাড়ছে বিদেশি পর্যটক

আব্দুল আজিজ | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০১ ডিসেম্বর ২০২২

শীতের শুরুতেই এবার পর্যটন জেলা মৌলভীবাজারে আসতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। গত তিনদিনে শ্রীমঙ্গলের শুধু নিসর্গ নীরব ইকো কটেজেই এসেছেন ১২ জন। এদের অনেকেই উঠেছেন বিভিন্ন রিসোর্ট ও কটেজে। 

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ১০ মাস আগে দক্ষিণ এশিয়ায় ভ্রমণে বের হয়েছেন। এক সপ্তাহ হলো বাংলাদেশে এসেছেন। এখানকার কৃষ্টি কালচার এবং মার্কেটিং তাদের কাছে অনেক ভালো লেগেছে।

শীতের শুরুতেই ঢল নেমেছে বিদেশি পর্যটকের

‘চায়নিজ রেস্টুরেন্ট ‘চামুজ্ঞ’র ম্যানেজার শংকর চত্রী নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গত তিনদিনে এখানে শতাধিক বিদেশি নারী-পুরুষ খাওয়া-দাওয়া করেছেন। আমাদের পার্শ্ববর্তী ইকো কটেজে বোর্ডার হিসাবে ১২ জন ছিলেন।

শীতের শুরুতেই ঢল নেমেছে বিদেশি পর্যটকের

‘চামুজ্ঞ’রেস্টুরেন্টের সিনিয়র স্টাফ তাপস দাশ তালিকা তুলে ধরে বলেন, আমাদের এখানে যারা এসেছেন তারা হলেন, ১. ভ্যালিরি-বেলজিয়াম, ২. অলিবার-বেলজিয়াম, ৩. জুলি-বেলজিয়াম, ৪. অ্যানিতা-ফ্রান্স, ৫. লাউরি-আমেরিকা, ৬. জিয়াংর-চায়না, ৭. চারা-কানাডা, ৮. কেটিং-অস্টেলিয়া, ৯. ইউগো-ইতালি, ১০. হিন্যারি-ফ্রান্স, ১১. ইজারত- ফ্রান্স ১২. স্টিফেন- জার্মান।

শীতের শুরুতেই ঢল নেমেছে বিদেশি পর্যটকের

স্টিফেন নামের ওই জার্মান নাগরিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, বাংলাদেশ তার কাছে খুব ভালো লেগেছে। এখানকার সৌন্দর্য উপভোগ করছি। জলাশয়ের পাখির কিচিরমিচির খুবই ভালো লেগেছে। শ্রীমঙ্গলের টি প্লান্টেশন ইউনিক লেগেছে। এখানকার মানুষ অতিথিপরায়ন।

মৌলভীবাজার পর্যটনসেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী সামছুর রহমান জাগো নিউজকে বলেন, এবার শীতের শুরুতেই বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। বিগত বছরগুলোতে পর্যটক আসা বন্ধ ছিল। অনেক কটেজও বন্ধ ছিল। রিসোর্টের ব্যবসায় অনেক লোকসান গুনতে হয়েছে। এবার বিদেশিদের আনাগোনায় রিসোর্ট কটেজ ব্যবসায় আশার প্রদীপ জ্বলেছে।

আব্দুল আজিজ/এসএইচএস/জেআইএম

টাইমলাইন

  1. ০৯:৩৮ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ বিলাসবহুল ট্যুরিস্ট কোচে রেলপথে কক্সবাজার
  2. ০৯:০৬ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ অপার সম্ভাবনা থাকলেও সমস্যা অনেক
  3. ০৮:৪১ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ দক্ষ জনবল ও সঠিক পরিকল্পনাই বাধা পর্যটন শিল্পের
  4. ০৮:১০ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ অবহেলায় উত্তরের পর্যটন শিল্প
  5. ০৭:২১ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ বিদেশি পর্যটক আকৃষ্টে উদ্যোগ নেই পর্যটন করপোরেশনের
  6. ০৬:১৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ সম্ভাবনা থাকলেও পর্যটন খাত বিকাশে নেই পরিকল্পনা
  7. ০৫:৪৩ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ সরকারি পর্যটনকেন্দ্র না থাকায় পিছিয়ে সাতক্ষীরা
  8. ০৪:১০ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ শীতের শুরুতেই বাড়ছে বিদেশি পর্যটক
  9. ০৩:১৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ সুযোগ-সুবিধা বাড়ালে সুনামগঞ্জ হয়ে উঠবে পর্যটনখাতে নতুন সম্ভাবনা
  10. ০২:৫৫ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ ভরা মৌসুমেও সেন্টমার্টিনে পর্যটক খরা, দ্বীপজুড়ে হতাশা
  11. ০২:২১ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ রামসাগরের প্রকৃতি ঠিক রেখে উন্নয়ন চান পর্যটকরা
  12. ০১:২৮ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ অফ সিজনেও পর্যটক টানবে কক্সবাজার, দাবি সেবা বাড়ানোর
  13. ১২:০৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২২ পর্যটনে নতুন সম্ভাবনা দেখাচ্ছে পটুয়াখালীর বিচ্ছিন্ন চর
  14. ১১:১৪ এএম, ০১ ডিসেম্বর ২০২২ ধ্বংসের পথে ২ জমিদার বাড়ি, সংরক্ষণে আগ্রহ বাড়বে দর্শনার্থীদের
  15. ০৯:৩৪ এএম, ০১ ডিসেম্বর ২০২২ পর্যটনের অপার সম্ভাবনায় রয়েছে সমস্যা
  16. ০৯:২৬ এএম, ০১ ডিসেম্বর ২০২২ সুন্দরবন ভ্রমণে ভোগান্তি বাঁকে বাঁকে
  17. ০৯:১৩ এএম, ০১ ডিসেম্বর ২০২২ কুয়াকাটায় বাড়ছে পর্যটক, আসছে বিনিয়োগকারী
  18. ০৯:০৭ এএম, ০১ ডিসেম্বর ২০২২ এবারের মৌসুমে বান্দরবানে পর্যটক মেলা ভার