ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনেও উড়ছে আর্জেন্টিনার পতাকা, ক্ষুব্ধ বন কর্মকর্তা

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২২ নভেম্বর ২০২২

দেশের বিভাগ, জেলা, উপজেলা, শহর, নগর ও গ্রাম পেরিয়ে এখন সুন্দরবনেও ছড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। সুন্দরবনের কেওড়া বনে শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকা। আর মনের টানে আর্জেন্টিনার প্রেমে পতাকাটি উড়িয়েছেন ১৩ বছর বসয়ের জেলে বিপ্লব জোমাদ্দার ওরফে সিস্টেম বিপ্লব। তবে বিষয়টি জানার ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বন কর্মকর্তা।

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা বিপ্লব। বাবা নেই পাঁচ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ছোট বোনকে নিয়ে মায়ের সঙ্গে থাকে বিপ্লব। এক ভাইকে নদীতে মাছ ধরার সময় কুমিরে নিয়ে যায়। বাকি ভাইরা আলাদা থাকেন। নদীতে মাছ ধরে বোন আর মাকে নিয়ে জীবিকা চলে তার।

স্থানীয় বাসিন্দা ও মোবাইল মেকানিক মো. ফিরোজ হাওলাদার বলেন, ‘বিপ্লবের নিজের জাল-নৌকা নেই, অন্যের সঙ্গে ভাগে নদীতে মাছ ধরে। সেখান থেকে যে টাকা পায় তা দিয়ে কিছু জমিয়ে বিপ্লব আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। দড়ি ও লাঠি দিয়ে সেই পতাকা সুন্দরবনে উড়িয়েছে।’

jagonews24

চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন জাগো নিউজকে বলেন, বড় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের নাগরিকরা আমাদের দেশ এবং এখানকার মানুষকে তো চিনেই না। তা নিয়ে এতো প্রেমিক ও আবেগপ্রবণ হওয়া ভালো না যে, সুন্দরবনে পতাকা উড়াতে হবে। তাকে আইনের আওতায় আনা উচিত, কারণ বন সংরক্ষিত, সেখানে কেউ যখন তখন ঢুকতে পারে না। কারণ বনবিভাগের অনুমতি লাগে।’

সুন্দরবন পূর্ব বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, চুরি করে যে এ পতাকা টানিয়েছেন সে কাজটি ঠিক করেননি। আমরা এটি নামানোর ব্যবস্থা করছি। চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের সামনের খালের ওপারেই তিনদিন ধরে পতাকা উড়ছে।’

এতে বনবিভাগের দায়িত্বে গাফিলতি আছে কি-না এমন প্রশ্ন এড়িয়ে বন কর্মকর্তা শহিদুল বলেন, আমাদের জনবল কম। তাই বিষয়টি এখনই দ্রুত দেখছি।


আবু হোসাইন সুমন/এসজে/জিকেএস