সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুর ইউনিয়নের চওড়া বাগিচা গ্রামে লিপি বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টায় ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহত ওই গৃহবধূ উক্ত গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। সোমবার রাতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এসএস/এমএস
বিজ্ঞাপন