ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আদালত থেকে জঙ্গি ছিনতাই

বেনাপোল চেকপোস্টে রেড অ্যালার্ট জারি

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২২

ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর পাশাপাশি যশোর সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া রেড অ্যালার্ট জারির বিষয়টির জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী এলার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।

দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন- নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

মো. জামাল হোসেন/এসজে/জেআইএম

টাইমলাইন

  1. ০৫:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই মামলায় আত্মসমর্পণের পর রিমান্ডে ঈদী আমিন
  2. ০৩:১৮ পিএম, ২৭ নভেম্বর ২০২২ আদালত থেকে জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য আজাদ বরখাস্ত
  3. ০৪:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২২ সেদিন রিজার্ভ পুলিশ রিকুইজিশন দেওয়া হলো না কেন?
  4. ০৫:৫৩ পিএম, ২৩ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া একজন গ্রেফতার
  5. ০২:৪৪ পিএম, ২২ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাই: তদন্তে আরও সময় চাইবে কমিটি
  6. ০১:৫৬ পিএম, ২১ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ধরতে অভিযানে র‌্যাবের সব ইউনিট
  7. ০১:০৫ পিএম, ২১ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারিতে, যে কোনো সময় গ্রেফতার
  8. ১২:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২২ ৪ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার মিশনে অংশ নেয় ১৮ জন
  9. ১১:২৯ এএম, ২১ নভেম্বর ২০২২ পুলিশের মুখে স্প্রে করে আসামি ছিনতাই: মামলার তদন্তে সিটিটিসি
  10. ০৯:৪১ পিএম, ২০ নভেম্বর ২০২২ ফিল্মি স্টাইলে জঙ্গি ছিনতাই, ২০১৪ সালের পুনরাবৃত্তি
  11. ০৭:৫৬ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা
  12. ০৬:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্যকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি
  13. ০৫:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২২ বেনাপোল চেকপোস্টে রেড অ্যালার্ট জারি
  14. ০৪:৫৪ পিএম, ২০ নভেম্বর ২০২২ যেভাবে মোটরসাইকেলে চম্পট দুই জঙ্গি, দেখুন সিসিটিভি ফুটেজে
  15. ০৪:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই: আদালতের গেটে নেই সিসি ক্যামেরা!
  16. ০৪:২২ পিএম, ২০ নভেম্বর ২০২২ রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আহত কনস্টেবল আজাদ
  17. ০৪:০৭ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার
  18. ০৩:৫৬ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা
  19. ০৩:৪০ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাই: রাজধানীতে রেড অ্যালার্ট
  20. ০৩:২৮ পিএম, ২০ নভেম্বর ২০২২ মোটরসাইকেলে চড়ে চম্পট দুই জঙ্গি, ধরতে মোড়ে মোড়ে চেকপোস্ট