ফুটবল বিশ্বকাপ
লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
কাতার বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শতাধিক সমর্থক এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।
এসময় কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যা সবুজ, হাজিপাড়া ক্লাবের সভাপতি এমরান হোসেন শাকিলসহ উপজেলার বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকরা উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। পরে সদর উপজেলার বর্ডার এলাকা থেকে কমলনগর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। এতে অর্ধশতাধিক মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি মিনি পিকআপভ্যানযোগে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান তোলেন সমর্থকরা। এরমধ্যে মাইকে আর্জেন্টিনার জয়ধ্বনি বাজিয়ে উল্লাস করেন তারা। সড়কের পাশ থেকে হাত নাড়িয়ে তাদের উৎসাহ দেন অন্য সমর্থকরা।
ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর বলেন, এটি ফুটবলের জাদুকর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এবার মেসির হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। মেসির বিশ্বকাপ জয়ের উল্লাসে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে বিশ্ব। কারণ সম্প্রতি টানা ৩৫ ম্যাচে কেউই আর্জেন্টিনাকে হারাতে পারেনি।
কাজল কায়েস/এমআরআর/এমএস