ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যাত্রার আগেই বন্ধ ঢাকা-সৈয়দপুর নভোএয়ার

প্রকাশিত: ০৭:২১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

যাত্রার শুরুতেই বন্ধ হয়ে গেছে নীলফামারীর সৈয়দপুর-ঢাকা রুটের বেসরকারি বিমান নভোএয়ার। ব্যাপক ঢাকঢোল পিটিয়ে রোড শোর মাধ্যমে চমকপ্রদ অফারের ঘোষণা দিয়ে ভালবাসা দিবসে সৈয়দপুর-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রার কথা ছিল বেসরকারি এই বিমানটির।

কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে উভয় দিকের ১৩৬ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। তবে বিমান কর্তৃপক্ষ মুঠোফোনে টিকেটের মূল্য যাত্রীদের ফেরত নিয়ে যেতে বলেছেন। সূত্র মতে, চলতি মাসে বিমানটি চালুর আর কোনো সম্ভাবনা নেই।

ভালবাসা দিবসের দিন রোববার থেকে প্রতিদিন ৬৮ আসন বিশিষ্ট নভোএয়ার ঢাকা- সৈয়দপুর চলাচলের কথা ছিল। বিমানটি সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা ছেড়ে সৈয়দপুরে পৌঁছাবে বেলা ১১টা ৩৫ মিনিটে। এরপর এখান থেকে যাত্রী নিয়ে দুপুর ১২টায় ঢাকা ফিরবে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিমান সংস্থাটির চমকপ্রদ অফারে বিমানটিতে যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয় ৩২০০ টাকা। যাত্রীরা একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন বলেও জানা যায়।

বিমানটির কম ভাড়া ও চমকপ্রদ অফারে টিকেট সংগ্রহ করতে যাত্রীদের মাঝে হিড়িক পড়ে যায়। এমনকি আগামী ১মাসের অগ্রিম টিকিটও শেষ হয়ে যায়। উভয় দিকেই ছিল যাত্রীদের চাপ।

ওই বিমানের টিকেট সংগ্রকারী যাত্রী ডা. খোরশেদ আলম বলেন,‘ জরুরি প্রয়োজনে ওই বিমানে ঢাকা থেকে সৈয়দপুরের একটি টিকেট সংগ্রহ করেছি। সকাল সোয়া ১০টায় বিমান ছাড়ার কথা থাকলেও বিমান বন্দরে দুপুর পর্যন্ত অপেক্ষায় ছিলাম। শেষে বিমান কর্তৃপক্ষের কোন ব্যক্তিকে না পেয়ে লোকজনের কাছে জানতে পারি ওই বিমানটি আজকে ছাড়বে না। এ বিষয়ে আগাম কোনো নোটিশ দেয়নি কর্তৃপক্ষ।’

 তিনি জানান, তার মতো অনেকেই ওই বিমানের টিকেট সংগ্রহ করে এমন বিপদে পড়েছেন। তাদের প্রস্তুতির ঘাটতি থাকলে এমনটি করা প্রতারণার শামিল।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিমানের সঙ্গে সংশ্লিষ্ট সৈয়দপুরে দায়িত্বশীল এক ব্যক্তি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির যাত্রা শুরু হয়নি। সমস্যার কারণে সৈয়দপুরের যাত্রীদের টিকেটের টাকা ফেরৎ দেয়া হয়েছে। আবার অনেককে বিকল্প বিমানের টিকেট সংগ্রহ করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ মাসে চালুর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী মার্চের যে কোন সময় বিমানটি এই রুটে আবার চালু হবে বলে জানান।

জাহেদুল ইসলাম/এফএ/এসএস/এবিএস