ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় ট্রলির ধাক্কায় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৮:২২ এএম, ১২ নভেম্বর ২০২২

ট্রলির ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন হোসেন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাঠ কর্মকর্তা আবু তাহের। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার খৈল্লান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আল-আমিন হোসেন ও আবু তাহের মোটরসাইকেলযোগে বরগুনা যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিন হোসেনকে মৃত ঘোষণা করেন। ফিল্ড কর্মকর্তা আবু তাহেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা আল-আমিন হোসেন নিহত হয়েছেন এবং মাঠ কর্মকর্তা আবু তাহের আহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এমএস